প্রতিবাদ করতে ভুলে গেছি
মরে গেছি।
আমরা মরে গেছি
মরে পচে গলে গেছি
দেহটাই শুধু পচেনি,
আত্নাটাও।
এটা গুজব নয়,
গুজব হলো আমরা গুইসাপের চামড়া পরেছি,
গায়ে লাগেনা কিছুই
অনুভূতিহীন আচড় ছাড়া।
মাঝেমাঝে নন্দলাল হয়ে হাকডাক দেই,
ঘরে বসেই।
ভয়!
মৃত্যুর ভয়!
আমরা বের হইনা;
অন্যায়ের প্রতিবাদ করিনা,
করতে ভুলে গেছি।
০৭০৮২০১৮
কোন মন্তব্য নেই