Muhibbullah al Mamun

Muhibbullah al Mamun

স্বাধীনতা

(১)
স্বাধীনতা মানে তুমি আমি সমান রাষ্ট্রের বুকে,
স্বাধীনতা মানে শোকাহত একে অন্যের দুঃখে।
স্বাধীনতা মানে আত্নমর্যাদায় বাচব হবেনা তোষণ,
স্বাধীনতা মানে শক্ত শাসন, মুক্ত অন্যায় শোষন। 

(২)
স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়। 
এমন হলে তবে স্বাধীনতার পরাজয়।  
স্বাধীনতা মানে চুক্তি
পরাধীন থেকে মুক্তি
সাধীনতা সার্বভৌমত্ব 
সাম্য একতা ভ্রাতৃত্ব। 
স্বাধীনতা সত্যের জয়,
মুক্ত নৈতিক অবক্ষয়। 
স্বাধীনতা মানে শাসন
হবেনা অন্যায় শোষণ

(৩)
স্বাধীনতা মানে একটি জাতির রাষ্ট্রীয় সীমানা নয়।
সীমানা রক্ষার অঙ্গিকার অকুতোভয়।  
স্বাধীনতা মানে যুদ্ধ জয়ে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্র গঠন নয়। 
স্বাধীনতা মানে বুক ফুলিয়ে বলা আত্নপরিচয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.