Muhibbullah al Mamun

Muhibbullah al Mamun

শুন্যতা হবো

গভীর শুন্যতা হবো তার অনুভবে।
আছড়ে পরা ঢেউয়ে সমুদ্র সলিলে
কেবল আলতা রাঙ্গা পা ভিজতে লবে
সুরে সুরে মিলে যাবে নীলাম্বরী নীলে।
অবেলায় যত্নের ফুল শুকাবে টবে,
শাপলা কুড়াতে গিয়ে সাতলার বিলে
জোছনার আলোতে মনের মনজিলে
স্মৃতির পাতায় অনুরাগ অনুভবে।

বেঁচে থাকা বুঝি সুখ হতো এই ভবে,
স্বচ্ছন্দে বিদিত মেজাজের অভিপ্রায়
প্রেমের সুর ছন্দ পেতনা অন্তরায়,
জনম জনম ভরে তুমি হয়ে রবে।
অধরা গল্পরা মিলে যাবে তব সবে,
সুখের গল্পদের ফিরে পাবে নিরবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.