Muhibbullah al Mamun

Muhibbullah al Mamun

আমার লেখা কয়েকটি চতুষ্পদী কবিতা।।

(১)
কোন এক মেঘ ডাকা বিকেলে দেখেছিলাম তারে,
কলসি হাতে নুপুর পায়ে এসেছিলো পায়রার ধারে।
মাথায় এসেছিলো অসম কালের অসম ভাবনা
সেই স্মৃতি অাজো জাগ্রত শত স্মৃতির ভিরে।

(২)
জীবনের সমান্তরাল পথের বাঁকে,
কত গল্প তৈরি হয় কেউ কি মনে রাখে।
একা একা নিরুপায় দূর পথ হেটে যায়,
বার বার প্রিয়তমা কি আর ডাকে।

(৩)
কিছু একটা লিখবো হয়তো কোন গল্প,
নয়ত তোমার কথা ভাববো একটুখানি অল্প।
তোমার কথা ভেবে ভেবে হয়ত একটুখানি হাসবো,
নয়তো চোখের কোনে আধফোটা জল রাখবো।।

(৪)
কত চিঠি লিখেছি ডাইরীর পাতায় দেব বলে,
কত ফুল শুকিয়ে গেছে নিরবে তোমায় দেব বলে,
সব ভাবনা ছিলো তোমায় ঘিরে, বলার সাহস ছিলোনা।
সাহসটা যখন পেয়েছি, হারিয়ে গেলে।











(৫)

ওগো প্রেমময়ি, তোমায় দেখলে মনে হয়;
তুমি আমার নিরব প্রেমিকা.........
তোমার চাহনি রূপকথার নায়িকার মত,
তোমার হাসি স্বপ্নে দেখা সুস্মিতার মত।



(৬)
তুমি ভালবাসা গল্প-ছড়া-ছন্দ,
তুমি স্বপ্ন আশা গোলাপের গন্ধ।
তুমি সূর্যমুখী শিরি প্রতিমূর্তি,
তুমি প্রিয় সঙ্গী প্রথম সমাপ্তি।








কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.