Muhibbullah al Mamun

Muhibbullah al Mamun

কয়েকটি প্রেমের কবিতা

ভালো বাসলেই হবে

কেউ একজন অভিমান করুক
কারনে অকারনে হাসুক
অল্পতেই কাঁদুক
চোখ মুছে দিবো।
থাকুকনা
অভিযোগ অনুযোগ
ভালোবাসার প্রতিদান দিবো।
অযথাই বকবকানি,
রাস্তায় হেটে হেটে আইসক্রিম খাওয়া,
অহেতুক দাবি গুলো
সব মেনে নিবো
শুধু ভালো বাসলেই হবে।।
...................................

বলবো না সব করতে পারি

বলবো না সব করতে পারি। 
যা সাধ্যের মধ্যে কেনইবা নয়?
ভালোবাসা যেমনই হোক
আবেগ গুলো ভুলিয়ে দিবেনা বাস্তবতা। 
এমনটা পারবো না,
তোমার জন্য চাঁদ এনে দেব। 
তবে অসংখ্য জোস্না রাত দিতেই পারি। 
এমন মিথ্যে বলবো না,
সারাজীবন অপেক্ষা করবো।
কিছুকাল অপেক্ষা করতেই পারি।
এমন কখনোই হবেনা,
তোমাকে না পেলে শেষ হয়ে যাবো।
খারাপতো একটু লাগতেই পারে।

................................

কোথায় তুমি

আমার বিশ্বাস
ভালোবাসার নির্ভেজাল আশ্রয়
ক্লান্ত পরিশ্রান্ত মনের সান্তনা।
উত্তেজনা শিহরণের বাস্তবতা
শৌর্য বীর্য আগামীর অস্তিত্ব,
ভাল মন্দের সুর, আমার প্রেম।
আমার গোলাপের গন্ধ
ছড়া ছন্দ গল্প কবিতা।
কোথায় তুমি?
...................................
নীরব প্রেমিকা

ওগো নীরব প্রেমিকা।
যত দেখি ততই চোখের রিপুটা
বেপরোয়া হয়।
এটা সমীচীন কিনা জানিনা।
একটা সংগীতের লাইন মনে করে শান্তনা পাই;
তুমি সুন্দর তাই চেয়ে থাকি
সেকি মোর অপরাধ।

ওগো কাল্পনিক প্রেম।
হয়ত তোমার অবচেতন আত্না বুঝতেই পারেনা,
কিংবা বুঝতে পারে।
লুকিয়ে দেখার চেষ্টা করি কতবার।
তোমার সাথে কথা বলা,
মিষ্টি চোখের দিকে তাকিয়ে
অপ্রকাশিত কিছু সুখ পাই।
ভাবতে পারো আমি প্রেমে পরে গেছি।
না না এমনটা ভেবনা,
আমিতো প্রেমে আগেই পরেছি।
আমাদের প্রেম সূর্য লুকানো মেঘলা আকাশের মতো।
নীরব প্রেমিক প্রেমিকারা কখনোই
প্রেমের সফলতা চায়না।
এ প্রেম কাল্পনিক সুখ নেয়া
এ প্রেম আজীবনের।
এ প্রেম তোমার পৃথিবীকে
কখনোই বাধাগ্রস্ত করবেনা।
.........................................
কল্পনা প্রেমিক

বন্ধু, আমায় জানো কি?
আমি কল্পনা প্রেমিক।
কল্পনার গহীনে হারিয়ে যাই অনায়াসে,
কেউ কেউ কল্পনার রাজ্যে রাণীও হয়।
অনেক ভালো লাগার ছবি আকলেই
বলা হয়না।
আসলে আমি বলতেই চাইনা।
কল্পনা গুলো এদিক সেদিক ছোটা ছুটি করে নির্দ্বিধায়।
মাঝে মাঝে ভয় হয়
কখনোই নিজেকে স্থির করতে পারিনা।
কেউ আমায় ভালোবাসার চাদরে ধরে রাখতে পারেনি।
কল্পনা প্রেমিকরা নাকি এমনি হয়।
নিতান্ত সরলতা না থাকলেও
কারো ক্ষতি করতে পারিনা।
ভালো বাসতেও জানি।
আমি বিশ্বাস করি,
বন্ধুত্বহীন ভালোবাসা যেমন হয়না
ভালোবাসাহীন বন্ধুত্বও হয়না।
যারা আমায় বুঝতে পারে সবাই আমার বন্ধু।
কিছু কল্পনা বাস্তবে মিলে যাওয়াই বন্ধুত্ব।
ভালো লাগার গল্প স্মৃতি পটে ধরে রাখাই ভালোবাসা।
কাল্পনিক প্রেমে সাড়া দেয়ার যোগ্য সবাই আমার প্রেমিকা।।

২৬-১০-১৬
উৎসর্গঃ  চ্যাট লিস্টে প্রথমে থাকা বন্ধুটি।
.................................................
তোমায় নিয়ে ভাবনা

গরমে ওষ্ঠাগত প্রাণ।
খোলা জানালায় মৃদু বাতাসের অপেক্ষায়,
কোথাও বাতাসের ছিটেফোঁটাও নাই। 
গাড়ি হর্ণের শব্দ বড্ড জ্বালাচ্ছেতো 
ইচ্ছে করে ড্রাইভারকে একটা থাপ্পড় মেরে আসি।
থাপ্পড় মারবো!!
উল্টো থাপ্পড় খেয়ে আসবো,
প্রয়োজনেই তো বাজাচ্ছে
তার চেয়ে বরং জানালাটা বন্ধ করে দেই।
না না...
আজকেনা চাঁদ দেখার কথা।
কোথায় চাঁদ?
আকাশটা তেমন সুন্দরও না।
পারলাম না।
মিথ্যে অনুভূতিতে তোমায় খুঁজে নিতে।
জানালাটা বন্ধই করলাম।
নিরবে তোমায় নিয়ে কবিতা লেখাই শ্রেয়।

বসন্তের শেষ দিক।
কেন যেন খুব ইচ্ছে হয়,
খুবই ইচ্ছে হয় 
হালকা অন্ধকারে দূর থেকে তোমার ছায়া আবিষ্কার করতে।
একটু শুকনো চুলের গন্ধ নিতে।
চুলগুলো উড়বে বাতাসে।
ঝিঁঝিঁ পোকায় ভয় না পেয়ে তোমার হাতটি ধরতে চুপিসারে।

..........................................
স্বপ্নচারিণী

ওগো স্বপ্নচারিণী,
তুমি কি ভাবছো
সব সময় আকাশে চাঁদ দেখতে পাবে?
মাঝে মাঝে চাঁদ উঠবেনা
কখনো মেঘের আড়ালে থাকবে।
চাঁদ নিয়ে কল্পনাকে আর ভারী করোনা।
যার নিজের শক্তি নেই
যে মেঘের ধোয়াশায় ডাকা পরে,
যে অনেকটা ভবঘুরের মতো ;
সে সব সময় ঝলমলে আলো দিতে পারবেনা।
তাকে নিয়ে স্বপ্ন বুনোনা।
যদি চাও ভালোবেসে যাও।
বন্ধুত্ব এর চেয়ে কিবা আছে বড়
প্রতারণা নেই যেখানে।।
...............................
মোহ

আড় চোখের চাহনী আমায় ভাবিয়ে তোলে।
বিশ্বাসটা হয়ত কমে গেছে
স্মৃতিগুলোতো অার মুছে যায়নি।
প্রেমের গল্প করতে করতে হয়ত প্রেমেই পরে গেছিলাম।
যদিও এ প্রেম ছিলো অসম।।
অনেক দিন পর
আজ গল্প হলেও,
সাদা লুঙী সবুজ তোয়ালে,
আর তোমার রাগী মনোভাব
আজ নেই।
গল্পটাও জমেনা।
তুমি আমাকে ভয় পেতে,
ভয়টাও আজ হয়ত কেটেছে,
আগের মত ভাবতে চাও? তাইনা।
কিন্তু আমি
মোহ যে আমার আজও কাটেনি।
ভুলটা আমারি ছিলো।
তুমি যা ভাবতে আমি তার উল্টোই ভাবতাম।।
তোমার ছিলো মনের টান
আর আমার ছিলো মিথ্যে মোহ।
আমার ছিলো উষ্মতা
তোমার সরলতা।
সত্যি তুমি বুড়ি হও।
আগের মত হয়ে যাবো।।।।
..................................
আজি ভোর বেলায়

আজি ভোর বেলায় একটা কবিতা শুনাওনা।
কবিতার ছন্দে ছন্দে হারিয়ে যেতে চাই তোমাতে। 
আমি হবোনা ঝিঁঝিঁ পোকা।
হবো ভোরের পাখি মাতাল হাওয়া,
তোমার কবিতার ছন্দ।
অপলক নয়নে তোমার মুখ বদনে
চেয়ে থাকবো।
এলোকেশ উড়বে,
দুষ্ট চোখে তাকাবে।
থাকবে শিহরণ,
ভালবাসা আজীবন।।
.................................
মনে পরে

সূর্য উদয় দেখার ইচ্ছে হয় খুব,
ডোবাও দেখিনা অনেক দিন।
কতদিন চাঁদনী রাতে চাঁদের সাথে হাঁটিনা,
জোনাকি কবে ধরেছি মনেই নেই।
ইচ্ছে হয় জোয়ারের অনুকূলে
ভরা নদীতে ভাসি।
বড়শিগাঁথা মাছের উম্মাদ টানাটানি দেখি,
ভর দুপুরে ভেলায় শালুক তুলি
মালা বানাতে নয়
খেলাঘর সাজাতে।
বিকেলে ইচ্ছে হয় নানা বাড়ির পথ ধরি,
খেয়া পারাপারে নব বধুর বাপের বাড়ি যাওয়ার
হাসিমাখা মুখে তৃপ্তির ভাষা খুঁজি।
(৩০-০১-১৭)
................................................
ইচ্ছে হয়

আমার ইচ্ছে হয়।
ইচ্ছে হয় দুপুরে না খেয়ে ঘুমিয়ে থাকতে
তিন বেলার মিল একসাথে সন্ধ্যায় খেতে
বিশ টাকার ভাড়া দিয়ে আট টাকার চা খেতে।
সারা রাত জাগতে
আবার সন্ধ্যায় ঘুমোতে।
খোলা রাস্তায় দৌড়াতে
গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজতে।
ইচ্ছে হয় আলার্ম দিয়ে মধ্য রাতে ঘুম থেকে উঠে জানালার পাশে বসে থাকতে।
ব্যাস্ততা ছাড়া মোবাইল সাইলেন্ট করে রাখতে
যারে তারে কল দিয়ে ডিস্টার্ব করতে
আবার অসংখ্য রিং বাজার পরও কল না ধরতে।
ইচ্ছে হয় খরচের টাকা থেকেও ধার দিতে
আবার জমানো টাকা গুজিয়ে রাখতে।
অটো ভাড়া ভিক্ষুককে দিয়ে হেটে বাসায় ফিরতে
আবার টাকা থাকতেও বিরক্তির ভাব নিতে।
ইচ্ছে হয় অল্পতে রাগ করতে
আবার কঠিন কথাও এড়িয়ে যেতে।
যখন তখন চ্যাট করতে
কখনো সিন করে রিপ্লাই না দিতে।
ইচ্ছে হয় পরীক্ষার আগের রাতে কবিতা লিখতে
ছবি আঁকতে।
ইচ্ছে হয় ভাবতে
ভাবতে ভাবতে
ভাবনার জগতে হাড়িয়ে যেতে।
আমার ইচ্ছে হয়
ইচ্ছে হতেই পারে।।
.........................
চিঠি দিও

প্রিয়তমা একটা চিঠি দিও
বাংলা অক্ষরে লিখে দিও।
বাংলিশ লিখনা যেন,
ইংলিশ ভুলেও না।
এতে মধুরতা নেই
নেই আবেদন।
লাভ ইউ বলিও না
এতে বাস্তবতা নেই,
আছে যান্ত্রিকতা। 
ভালো লাগে, ভালোবাসি বলিও।
প্রিয়তমা....
সত্যিই একটা চিঠি দিও।।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.