আত্নোপলদ্ধি
হে মুহিব?
কি আছে তোমার?
রিক্ত হাতে কোন কিছুর বিনিময় চেওনা।
তাছাড়া
ভরাপেটে মানুষের কাছে দামি খাবারের কি বা গুরুত্ব আছে?
খালিপেটে মানুষের হিরে দিয়ে কি হবে, যদি সেটা বিক্রিই করা না গেলো।
ছিদ্র পাত্রে পানির বদলে মধু রাখলেও সে শুন্য হবে,
মধুর গুরুত্ব ছিদ্র পাত্রের বোঝার কথা না।।
শোন মুহিব
অন্যের চোখকে সুন্দর দেখতে চাওয়ার আগে
নিজের চোখকে সুন্দর করো।
তুমি নাকি চোখের ভাষাও বুঝো?
মিথ্যে
পাপিষ্ঠরা চোখের ভাষা বুঝেনা।
জেনে রেখ,
ভুল মানুষগুলো ভুল মানুষগুলোকেই খুঁজে পায়।
আগে সেরা হও।
সেরারাই সেরাদের জন্য অপেক্ষমাণ।।
তুমি অন্যের গল্প কেন লিখতে চাও?
আগে নিজের গল্প লেখ।
ভুল সিদ্ধান্তের অনুচ্ছেদের পরিসমাপ্তি ঘটাও,
নিজেকে পরিবর্তন করো
পরে পরিবর্তনের কথা ভাবারো সময়টুকু পাবেনা।।
তুমি কি ভুলে গেছো অতীতের কথা?
তোমার আযানের ফুৎকারে ঘুম ভাঙ্গতো,
শীতের রাতে বাবার পিছনে হাত বেধে দাঁড়িয়ে যেতে।
ভুলে গেছো পুর্বপুরুষের কথা?
এভাবে সব ভুলে নিজের কি উপকার করেছো??
কোন মন্তব্য নেই