Muhibbullah al Mamun

Muhibbullah al Mamun

শ্রমিকদের সাথে অন্যায়, আর নয়।


শ্রমিকদের সাথে সব থেকে বড় যে অন্যায় কাজটা হয়ে থাকে তা হলো তার মজুরি নিয়ে তালবাহানা করা। অনেক সময় মালিক শ্রেণী বিভিন্ন অজুহাতে টাকা মেরে দেয়ার ধান্দায় থাকে।
হযরত মুহাম্মদ (সঃ) বলেন, শ্রমিকের মজুরি তাদের ঘাম না শুকানোর আগেই দিয়ে দাও।
অন্য একটা হাদীসে হযরত মুহাম্মদ (সঃ) শ্রমিকদের ব্যাপারে আরো কঠিনভাবে বলেন যে, আল্লাহ তাআলা বলেছেন, আমি কিয়ামতের দিন তিন শ্রেণির মানুষের প্রতিপক্ষ। আর আমি যার প্রতিপক্ষ, তাকে পরাজিত করবই। তন্মধ্যে এক শ্রেণি হলো, যে কোনো শ্রমিক নিয়োগ করে, অতঃপর তার থেকে পুরো কাজ আদায় করে নেয় কিন্তু তার পারিশ্রমিক দেয়না।

শ্রমিকদের সাথে আরো একটা ব্যাপার ঘটে যে নিউজটা আমাদের প্রায় পত্রপত্রিকায় দেখতে হয়। তা হলো ঠুনকো অভিযোগে মারধর করা। আমাদের অবশ্যই সিলেটের রাজনের উপর নির্যাতন আর ক্রিকেটার শাহাদাত কর্তৃক তার বাসার কাজের মেয়ের উপর নির্যাতনের কথা মনে আছে। বিভিন্ন অভিযোগে শ্রমিকবনির্যাতনের ব্যাপারে হাদীসে এসেছে,  রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এক লোক এসে জিজ্ঞাসা করল, হে রাসুলুল্লাহ! শ্রমিককে কতবার ক্ষমা করব? নবীজি (সঃ) চুপ থাকলেন। লোকটি আবারও জিজ্ঞেস করলো নবীজি (সা.) চুপ থাকলেন। লোকটি তৃতীয়বার জিজ্ঞেস করলে নবীজি (সা.) বললেন, প্রতিদিন ৭০ বার হলেও তার অপরাধ ক্ষমা করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.