২০০৯ সালে লেখা ঈদের কবিতা।
কবে উঠবে ঈদের চাঁদ,
এই কয় দিনে কাটেনাযে রাত।
ওই যে ওরা আসছে দেখো
দরজাটাকে বন্ধ রাখো,
দেখবে ওরা নতুন জামা
কমবে আমার ঈদের স্বাদ।।
ঈদের দিনে ভোরে উঠে
ওযু করবো পুকুর ঘাটে,
সবে মিলে একই সাথে
হব ফজর জামায়াত।।
সবার জন্য দোয়া করবো
পুন্যের বড় প্রাসাদ গড়বো,
মৃত্যুর কথা স্বরনে নিয়ে
করবো কবর জিয়ারত।।
নতুন জামা গায়ে দিয়ে
ঈদের দিনে মাঠে গিয়ে,
কোলাকোলি করবো কত
ভুলে যাবো ঝগড়া-বিবাদ।।
ঈদে সবার ঘরে যাবো
রকমারি খাবার খাবো,
করবো কত আনন্দ
বাড়বে প্রেম মোহাব্বত।।
কোন মন্তব্য নেই