Muhibbullah al Mamun

Muhibbullah al Mamun

পটুয়াখালীতে গর্ব করার মত যা যা আছে।

পটুয়াখালী দক্ষিন অঞ্চলের একটি সম্ভাবনাময় জেলা। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই জেলায় গর্ব করার মত অনেক কিছুই আছে।

পটুয়াখালীতে গর্ব করার মত যা যা আছে:
১) তৃতীয় পায়রা সমুদ্র বন্দর (নির্মাণাধীন)।

২) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

৩) পটুয়াখালী মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।

৪) কুয়াকাটা সমুদ্র সৈকত।

৫) সোনার চর, সুন্দরবন, কৃত্রিম ম্যানগ্রোভ।
৬) ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র,(নির্মাণাধীন)
৭) পটুয়াখালী শহর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল। (নির্মাণাধীন)
৮) এশিয়ার বৃহত্তম দশমিনা বীজবর্ধন খামার। 


৯) কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন।
১০) মহিপুর আলিপুরে পূর্ণাঙ্গ মৎস্য বন্দর,(নির্মাণাধীন)।
১১)কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি সি জি বেইস অগ্রযাত্রা।
১২)কলাপাড়ায় বাংলাদেশ নৌ বাহিনীর শের-ই বাংলা নৌ ঘাঁটি।
১৩)রাঙ্গাবালী উপজেলার মৌডুবী সংলগ্ন চরজাহাজমারায় শিপব্রেকিং শিল্প। (নির্মাণাধীন)
১৫)দেশের চতুর্থ বৃহত্তম লেবুখালী ব্রীজ (নির্মাণাধীন)।
১৬) শেখ রাসেল শিশুপার্ক। (নির্মাণাধীন)।
১৭) কালাইয়া দক্ষিন অঞ্চলের সবচেয়ে পুরানো বন্দর।
১৮) ইয়ার উদ্দিন খলীফার মাজার।
১৯) সীমা বৌদ্ধ বিহার।
২০) এশিয়ার প্রথম পানি জাদুঘর।


২১) ৪ টি আবহাওয়া কেন্দ্রের একটি।
২২) কুয়াকাটা রাখাইন পল্লী।
২৩) টেলিভিশন টাওয়ার।
এছাড়াও আরো অনেক কিছু আছে।













কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.