Muhibbullah al Mamun

Muhibbullah al Mamun

শ্রাবণ সন্ধ্যা

একটি শ্রাবণ সন্ধ্যার কথা বলি, শোন।
আকাশে কালো মেঘ! যেন দৈত্যের ছাপ,
অন্ধকারে ছেয়ে আছে দক্ষিণ পাড়া।
এইতো কিছু আগে কতনা বৃষ্টি হলো;
আবারো নামবে বুঝি আকাশের বুক ফেটে।
চারদিকে থইথই পানি-
যেন কাজলের মোহনায় কোন এক দ্বীপে। 
এসবে, রোমান্টিকতা খুঁজেনি তখন।
কত ছোট আমি,
শুধু ভাবছি...
শহর হতে বাবা কখন আসবে? কিভাবে আসবে?
গ্রামের পিছলা রাস্তায় বাবার কষ্ট হবে নাতো?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.