Muhibbullah al Mamun

Muhibbullah al Mamun

সাগর কন্যা

বাংলার দহ্মিনের জেলা রূপে গুনে ধন্যা;
অপরুপা লীলাভুমি নাম সাগর কন্যা।
সাগরকন্যা হলো মোদের পটুয়াখালী,
যেন বাংলা মায়ের স্বচিত্র-বঙ্গদুলালী।।

জেলার কুয়াকাটা দেখতে কত সুন্দর!
সমুদ্র সৈকত সৌন্দর্য মহিমা অপার।
একই সাথে দেখা যাবে সুর্য অস্ত উদয়,
ঝিনুক বিছানো সৈকতে ভরে যাবে হৃদয়।।

আছে রাখাইন পল্লী, সীমা বৌদ্ধ বিহার,
ধ্যানমগ্ন বুদ্ধের মুর্তি বিশালাকার,
কুয়াকাটার কুয়া, রাখাইন টং ঘর,
লেক ভিউ প্লাস, লাল কাকড়ার চর।।

ইতিহাস ঐতিহ্য কমতি নেই মোদের,
এখানেই জান্ম কত লোককথা গল্পের।
চন্দ্রদ্বীপের রাজধানী কচুয়া-বাউফলে,
মজিদ বাড়িয়া মসজিদ মুঘল আমলে।।

ছবিঃ সংগৃহীত 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.