পুতিনের জয়
বাহ! রাশিয়া ইরানের সামরিক বিমান বন্দর ব্যাবহার করে সিরিয়ায় বিমান হামলা করলো।
এমনটা হওয়ার কথাই ছিলো।
আমেরিকা পুতিনের গুটির চাল বুঝে উঠতে পারেনা। বিশ্বকে অবাক করে দিয়ে একেকটা কুটনৈতিক জয় আর শীতল যুদ্ধের সময়ের মত কিছু পদক্ষেপ এগিয়ে নিয়ে যাচ্ছে রাশিয়াকে। বিশ্বকে জানান দিচ্ছে আমরা আছি রাশিয়া শেষ হয়ে যায়নি। সেই ক্রিমিয়া ইস্যু থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মিত্রকে বাঁচিয়ে রাখার সাহসী পদক্ষেপ। সব কিছুতেই পুতিনের জয়। পশ্চিমা বিরোধীরা আশার আলো দেখতে শুরু করছে। আস্থা রাখতে শুরু করেছে নতুন করে। চিনের সাথে সখ্যতা, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন, তুরুষ্কের সাথে মিত্রতা আর ইরানের সাথে বন্ধুভাবাপন্ন মনোভাব বিশ্ব অনাকাঙ্ক্ষিত মেরুকরণের বার্তা বহন করে।
একক আধিপত্য আর কত দিন আমেরিকা? তোমাদের সামরিক অর্থনৈতিক পরাজয় অভাবনীয় সুখ দেয়। মুসলিম বিশ্বের বিভক্তি, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিবেশ আর আই এস সৃষ্টির জন্য তোমরাই দায়ী। আফগান ইরাক সিরিয়াকে ভঙ্গুর রাষ্ট্র বানিয়েছো তোমরাই। ফিলিস্তিনের স্বাধীনতা হরণে তোমাদেরই হাত ছিল।
আমেরিকার পতন = মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের মুক্তি
কোন মন্তব্য নেই